• সর্বশেষ আপডেট

    বগুড়ায় ১৫লাখ টাকা মূল্যের কালো বনবিড়াল উদ্ধার


    মনিরুজ্জামান, বগুড়াঃ বগুড়া গাবতলীর চামুরপাড়া গ্রামে ১৫ লাখ টাকা মূল্যের একটি কালো বনবিড়াল কেনাবেচাকালে রফিকুল ইসলাম রাঙ্গা (৪২) নামের এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-১২ সদস্যরা।

    আটককৃত রফিকুল ইসলাম রাঙ্গা উপজেলার কদমতলী গ্রামের আফতাব হোসেন প্রামানিকের ছেলে।জানা গেছে, গোপন সংবাদের ভিভিত্তে বগুড়ার র‌্যাব-১২ এর এএসপি মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে র‌্যাবের একটি দল ২৫ জুলাই সকাল সাড়ে ৭টায় গাবতলীর নেপালতলী ইউনিয়নের সুখানপুকুর চামুরপাড়া গ্রামে এক সাঁড়াশি অভিযান চালায়। র‌্যাব সদস্যরা এ সময় ১৫ লাখ টাকা মূল্যের একটি কালো বন বিড়াল কেনাবেচাকালে রফিকুল ইসলাম রাঙ্গা (৪২) নামের এক ব্যক্তিকে আটক করে। আটককৃত রফিকুল ইসলাম রাঙ্গা উপজেলার কদমতলী গ্রামের আফতাব হোসেন প্রামানিকের ছেলে। 

    পরে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট গাবতলীর ইউএনও রওনক জাহান এর ভ্রাম্যমান আদালতে শুনানী শেষে ৩দিনের দিনের জেল অনাদায়ে ১৫হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরে বিড়ালটাকে উপজেলা পরিষদ এলাকায় অবমুক্ত করা হয়।


    প্রকাশিত: রবিবার ২৬, জুলাই ২০২০