Header Ads

parkview
 • সর্বশেষ আপডেট

  আগস্টের ৩ তারিখ থেকে সৌদি আরব থেকে সকল আন্তর্জাতিক ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছেন সৌদি সিভিল এভিয়েশন।

  মোঃ ওমর ফারুক, সৌদি আরবঃ- বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রার্দুভাবের কারণে প্রায় পাঁচ মাসের মতো বন্ধ থাকা আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে যাচ্ছে সৌদি কতৃপক্ষ। 

  মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ এর কারণে গত মার্চ মাসের ১৫ তারিখ থেকে সৌদি আরবের সাথে সকল প্রকার আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা জারি করে সৌদি সিভিল এভিয়েশন। 
  দীর্ঘ পাঁচ মাস বন্ধ থাকার পর আগামী ৩ আগস্ট পূর্ণরায় সৌদি আরব পর্যায়ক্রমে সকল দেশের সাথে আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে যাচ্ছেন। 

  সৌদি সিভিল এভিয়েশন এর এমন খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সৌদি আরবে আটকে পড়া বিভিন্ন দেশের নাগরিকগণ এবং জরুরি প্রয়োজনে নিজ নিজ দেশে ছুটিতে যাওয়ার জন্য আগ্রহী প্রবাসীরা এবং বিভিন্ন দেশে ছুটিতে গিয়ে আটকা পড়া শ্রমিকেরা।                        

  সৌদি সিভিল এভিয়েশন এক বিবৃতিতে জানিয়েছেনঃ
  ★ ৩ আগস্ট হতে পর্যায়ক্রমে  আন্তর্জাতিক বিমানবন্দর খুলবে এবং প্রথমে প্রবাসী শ্রমিকদের সৌদি আরবে ফিরিয়ে আনা হবে, পরে সৌদি আরবে অবস্থানরত প্রবাসীরা নিজ নিজ দেশে ছুটিতে যেতে পারবেন এবং যারা উমরাহ ও ভিসিট ভিসায় এসে করোনা ভাইরাসের সংক্রমণ এর কারণে আটকা পড়েছেন তারাও নিজ দেশে ফেরত যেতে পারবেন। 

  ★ ২৩ আগস্ট হতে সৌদি নাগরিকগণ বিশ্বের যেকোন দেশ ভ্রমন করতে পারবেন। 

  ★ ১ সেপ্টেম্বর থেকে সিডিউল ফ্লাইট চালু হবে এবং যেকোন প্রবাসী ও সৌদি নাগরিক 
  স্বাভাবিকভাবে সৌদি আরব ত্যাগ করতে পারবেন। 

  ★ ১৬ সেপ্টেম্বর থেকে যেকোন বৈধ ভিসাধারী যেকোন দেশের নাগরিক সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। এবং

  ★ ১ অক্টোবর থেকে আগের নিয়মে স্বাভাবিকভাবে চালু হবে সকল সৌদি আরবে সকল দেশের আন্তজাতিক ফ্লাইট চলাচল।      

  প্রকাশিত: বুধবার ২২ জুলাই, ২০২০

  Post Top Ad

  Post Bottom Ad