• সদ্যপ্রাপ্ত সংবাদ

    ভালুকায় দুই বাসের সংঘর্ষে হেলপার নিহত

    মোঃ ফজলুল হক ভুঁইয়া, ময়মনসিংহ:- ময়মনসিংহের ভালুকায় দুই বাসের সংঘর্ষে মোঃ শরিফ খান (৪০) নামে এক হেলপারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় আরোও কয়েকজন যাত্রী আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে ২১জুলাই মঙ্গলবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার হবিরবাড়ি স্কয়ার মাস্টারবাড়ি বাসস্ট্যান্ড এলাকায়।

    স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার হবিরবাড়ি স্কয়ার মাস্টারবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ঢাকাগামী রাজিব পরিবহণের যাত্রীবাহী একটি বাসকে পেছন দিক থেকে ঢাকাগামী ইসলাম পরিবহনের আরেকটি বাস (ঢাকা মেট্টো-ব-১৫-১১৬৫) ধাক্কা দিলে ইসলাম পরিবহণের হেলপার মোঃ শরিফ খান ঘটনাস্থলেই মারা যান। নিহতের পকেট থেকে একটি আইডি কার্ডে তার পিতার নাম মৃত ইদ্রিস আলী খান লেখা আছে। বিস্তারিত ঠিকানা জানা যায়নি।

    ভরাডোবা হাইওয়ে পুলিশের এসআই আশরাফ উদ্দিন জানান, সকালে নিহতের লাশ উদ্ধার করে হাইওয়ে ফাঁড়িতে রাখা হয়েছে। নিহতের ঠিকানা এখনো জানা যায়নি।

    প্রকাশিত: মঙ্গলবার ২১ জুলাই, ২০২০