• সর্বশেষ আপডেট

    গাজীপুরে র‍্যাবের সাথে বন্দুক যুদ্ধে দুই ডাকাত নিহত!

    গাজীপুরে র‍্যাবের সাথে বন্দুক যুদ্ধে দুই ডাকাত নিহত!
    মোহাম্মদ তাজুল ইসলাম, গাজীপুরঃ- গাজীপুরের জিএমপির সদর থানাধীন ঢাকা - ময়মনসিংহ মহাসড়কের ন্যাশনাল পার্ক এলাকায় একদল সন্ত্রাসী ও ডাকাতের সঙ্গে  র‍্যাব -১ এর গুলি বিনিময়কালে দুজন নিহত হয়েছে।

    র‍্যাবের ( ২৬ জুলাই ) মধ্যরাতে গাজীপুরের ঢাকা - ময়মনসিংহ মহাসড়কের ন্যাশনাল পার্ক এলাকায় বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। র‍্যাব -১ এর গাজীপুরের পাড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল - মামুন জানান, রাত আড়াইটার দিকে র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তাদের বয়স আনুমানিক ৩২ ও ৩৫ বছর। 

    র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে এক দল ডাকাত ন্যাশনাল পার্ক এলাকায় অবস্থান নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। র‍্যাব টহলদল ঘটনাস্থলে পৌঁছলে তারা গুলি করে। র‍্যাব সদস্যরাও আত্মরক্ষায় পাল্টা গুলি ছাড়ে। 

    এতে ঘটনাস্থলে দুই ডাকাত নিহত হয়। বাকিরা পালিয়ে যায়। এতে র‍্যাবের  এক সদস্য আহত হয়েছে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান ও গুলি উদ্ধার করা হয়েছে বলে র‍্যাব জানিয়েছে।

    প্রকাশিত: সোমবার ২৭, জুলাই ২০২০