• সর্বশেষ আপডেট

    গাজীপুরের কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনের ঘটনায় গ্রেফতার সাত


    গাজীপুরের কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনের ঘটনায় গ্রেফতার সাত

    মোহাম্মদ তাজুল ইসলাম,গাজীপুরঃ গাজীপুরের কালিয়াকৈরে হরিণহাটি এলাকায় এপেক্স ফুটওয়্যার লিমিটেড কারখানার শ্রমিকদের চলতি মাসের বেতন ও ঈদের ছুটি বৃদ্ধির দাবীতে শ্রমিক অসন্তোষ মহাসড়কে অবরোধ ও কারখানা ভাংচুরের ঘটনায় মামলা করেছে কর্তৃপক্ষ।

    গতরাতে কারখানার ডেপুটি জেনারেল ম্যানেজার আরিফুল ইসলাম বাদী হয়ে কালিয়াকৈর থানায় ৬৭ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত দুইশতাধিক শ্রমিককে আসামী করে মামলা দায়ের করেন। রোববার সকাল থেকে ওই কারখানার শ্রমিকরা চলতি মাসের বেতন ও ঈদের ছুটি চার দিন থেকে বারিয়ে ১০দিন করার দাবীতে মহাসড়ক অবরোধ ও কারখানায় ব্যাপক ভাংচুর করে।


    কালিয়াকৈর থানার পরিদর্শক তদন্ত রাজিব সরকার জানান,কারখানা মামলার পর অভিযান চালিয়ে কারখানার ৭ শ্রমিককে গ্রেফতার করা হয়েছে । শ্রমিক অসন্তোষের পর কর্তৃপক্ষ অনির্দিষ্ট কালের জন্য কারখানাটি বন্ধ ঘোষনা করেছে।


    প্রকাশিত: সোমবার ২৭, জুলাই ২০২০