• সর্বশেষ আপডেট

    করোনার কারণে কিন্ডারগার্টেন স্কুলগুলোর মহাসংকট চলমান!

    মোহাম্মদ তাজুল ইসলাম, গাজীপুরঃ- মহা দুর্যোগ করোনাভাইরাস এর কারণে কিন্ডারগার্টেন স্কুলগুলোর মহাসংকট চলমান।

    বিভিন্ন মাধ্যমে সরকারের সু-দৃষ্টি কামনা করেও অদ্যাবধি কোন শুভসংবাদ পাওয়া যায়নি। কিছু কিছু কিন্ডারগার্টেন স্কুল বন্ধ হওয়ার পথে! যদি কোন প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়, আর সেই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে যারা বিগত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ গ্রহণ করে উত্তীর্ণ হয়েছে, সে সকল শিক্ষার্থীদের কাছে বন্ধ হয়ে যাওয়া প্রতিষ্ঠান থেকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়াধীন প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় পাশ করেছে এমন একটি সনদ রয়েছে।

    ১৫/২০ বছর পরে সেই শিক্ষার্থীদের কেউ সরকারি চাকুরীর প্রাথমিক নিয়োগপত্র পেল। সরকারি চাকুরীর চূড়ান্ত নিয়োগ পাওয়ার জন্য সকল সনদ ভেরিফাই করার জন্য গোয়েন্দা সংস্থার রিপোর্ট চাইলো। গোয়েন্দা সংস্থা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রদত্ত সনদে উল্লেখিত প্রতিষ্ঠানটি খুঁজে পেলনা,তখন কি রিপোর্ট করবে গোয়েন্দা সংস্থা?

    সেই শিক্ষার্থীদের যদি নকল সনদের  অভিযোগ দিয়ে দোষী সাব্যস্ত করে তবে তার দায় কে নিবে? 
    দায়ী থাকবে রাষ্ট্রব্যবস্থা, সাজা ভোগ করবে নিরপরাধ সাধারণত মানুষ। 

    এ থেকে আমরা মুক্তি চাই। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কিন্ডারগার্টেন স্কুলগুলোর মুক্তির পথ তৈরি করে দেওয়ার জোর দাবী জানাচ্ছি।

    প্রকাশিত: বৃহস্পতিবার ৩০, জুলাই ২০২০