• সর্বশেষ আপডেট

    কলকাতায় ফিরলো কড়া লকডাউন, বিনা প্রয়োজনে বেরলেই ধরপাকড়


    কলকাতায় ফিরলো কড়া লকডাউন,বিনা প্রয়োজনে বেরলেই ধরপাকড়
    লকডাউনের প্রথম দিনেই কড়াকড়ি কলকাতা শহরের বিভিন্ন রাস্তায় চলছে কড়া তল্লাশি। প্রয়োজন ছাড়া গাড়ি নিয়ে রাস্তায় বেরলেই চলছে ধরপাকড়। জেলা থেকে কলকাতায় ঢোকার সমস্ত রাস্তা নজরদারির আওতায় রয়েছে। বাজার-দোকান বন্ধ। টহল দিচ্ছে পুলিশ। শুধু কলকাতাতেই নয়, জেলাতেও পুলিশি নজরদারি চলছে। রাস্তায় চলছে পুলিশি টহলদারি।

    রাজ্যের নয়া নির্দেশিকা অনুযায়ী সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত সম্পূর্ণ লকডাউন থাকবে সপ্তাহে দু’দিন। আজ, সারাদিনই থাকবে পুলিশি নজরদারি। এ সপ্তাহে শনিবারও লকডাউন। আগামী সপ্তাহে বুধবার এবং আরও একটি দিন লকডাউন থাকবে রাজ্য জুড়ে। এ দিন যাঁরা গাড়ি নিয়ে বেরচ্ছেন, তাঁরা কোথায় যাচ্ছেন, কী কারণে বেরিয়েছেন তা জানতে চাইছেন পুলিশকর্মীরা। দেখতে চাওয়া হচ্ছে পরিচয়পত্র। লকডাউনে শুধু মাত্র জরুরি পরিষেবার ক্ষেত্রে ছাড় রয়েছে।

    এক দিকে যেমন পথে নেমে নজরদারি চালানো হচ্ছে।কলকাতা পুলিশের বিশেষ বাহিনী কলকাতার রাস্তায় নেমেছে। রাজাবাজার, পার্ক সার্কাস এবং খিদিরপুর এলাকাতে অলিগতিতে ঢুকে পুলিশি টহল চলছে।

    লকডাউনের প্রথম দফার মতোই এ বারও ঠিক তেমনই পুলিশি কড়াকড়ি রয়েছে। পার্ক স্ট্রিট, রিপন স্ট্রিট, নিউ আলিপুর, তারাতলায় ব্যক্তিগত গাড়ি, বাইকেও ব্যাপক ভাবে ধড়পাকড় চলছে। যাঁরা গাড়ি নিয়ে বেরচ্ছেন, কিন্তু কোনও কারণ দেখাতে পারছেন না, তাঁদের নাম লিখে রাখা হচ্ছে। অনেক গাড়ি বাজেয়াপ্তও করা হচ্ছে। কলকাতা পুলিশের পদস্থকর্তারাও নেমেছেন পথে।

    সুত্র-আনন্দবাজার

    প্রকাশিত: বৃহস্পতিবার ২৩ জুলাই, ২০২০