• সর্বশেষ আপডেট

    গাজীপুরের কালীগঞ্জে লুণ্ঠিত মালামালসহ ডাকাত আটক!

    মোহাম্মদ তাজুল ইসলাম, গাজীপুরঃ- ঘােড়াশাল মহাসড়কে ডিবি পুলিশ পরিচয়ে ড্রাইভার হেলপারকে হাত - পা বেঁধে সুতা ভর্তি কভারভ্যান ডাকাতির ঘটনায় ৯দিন পর ডাকাতসহ লুষ্ঠিত গাড়ি ও সুতা উদ্ধার করেছেন কালীগঞ্জ থানার পুলিশ।  মামলার তদন্ত কর্মকর্তা কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম মােল্লা (বিপিএম) জানান, গত ৯ জুলাই টঙ্গী ঘােড়াশাল মহা সড়কে ডিবি পুলিশ পরিচয় দিয়ে ড্রাইভার হেলপারকে হাত -পা বেঁধে সুতা ভর্তি কভার ভ্যান ডাকাতি করে নিয়ে যায় ডাকাত দল।

    কালীগঞ্জ - কাপাসিয়া ( সার্কেলের ) অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ দত্তের দিক নির্দেশনায় এবং কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মিজানুল হকের সার্বিক সহায়তায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাতি মামলার ৪জন আসামিসহ ডাকাতি কাজে ব্যবহৃত প্রাইভেটকার, লুষ্ঠিত গাড়ি ও লুন্ঠিত সুতা উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ২৭ লক্ষ ২২ হাজার পঞ্চাশ টাকা।
    আসামিদ্বয়ের মধ্যে ২জন রােববার গাজীপুর বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারােক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

    প্রকাশিত: রবিবার, ১৯ জুলাই, ২০২০