• সর্বশেষ আপডেট

    হও সভ্য! মোঃআমিরুল ইসলাম হাসান

     হও সভ্য!
    মোঃআমিরুল ইসলাম হাসান 

    আজ অট্টালিকাসম ধনভাণ্ডার 
    কোথায় গিয়াছে মিশি?
    কোথায় রাজ্য জয়ের বুলি
    কোথায় তোমার শত গাম্ভীর্য?

    হারিয়াছে কোথায় আকাশ 
    জয়ের ছড়িয়েছ বাণী
    শত-সহস্র বাণীতে তোমার
    মানব বধের জয়গান। 

    আজও লুটেপুটে নিয়ে 
    গড়ো প্রাচ্যের সাম্বার। 
    তাঁহারই মোহনায় রাখি
    সোদরাই আছো কি মেলেছে আঁখি?
    নাকি এখনো করিবে 
    মানব বধের বুলি।

    আজও ডাকছে তোমায়
    প্রভুর ভয়ে-ভীত হও বধ
    খুলো অহংকারের প্রাচীর। 

    সময় ক্ষনে ভাঙ্গো পাপের প্রাচীর 
    পূর্ণতার প্রাচীর গড়ে 
    হও সভ্য সমতার-কর বুলি।

    মোঃআমিরুল ইসলাম হাসান 
    অনার্স ফাইনাল ইয়ার (প্রাণিবিদ্যা) 
    ভোলা সরকারী কলেজ

    প্রকাশিত: মঙ্গলবার ২১ জুলাই, ২০২০