• সর্বশেষ আপডেট

    গাজীপুরে দেশী-বিদেশী ব্র্যান্ডের অবৈধ প্রসাধনীর কারখানার সন্ধান! মালিক আটক।


    মোহাম্মদ তাজুল ইসলাম,গাজীপুরঃ গাজীপুরের কোনাবাড়ীর আমবাগ এলাকায় দেশি, বিদেশী কোম্পানীর নামীদামী বিভিন্ন প্রসাধনী তৈরির একটি নকল কারখানায় অভিযান করেছে পুলিশ।

    গতকাল রাতে এ অভিযান চালানো হয়। অভিযানে কারখানার মালামাল জব্দ ও কারখানার মালিকে আটক করা হয়। মালিকের নাম জাফর আলী সোহেল(৩২)। পটুয়াখালীর মির্জাগঞ্জ থানার কাঁঠালতলী গ্রামের খালেক আহমদের ছেলে। 

    পুলিশ জানান, সোহেল কোনাবাড়ী আমবাগ এলাকার বাক্কু মিয়ার বাড়ির কয়েকটি কক্ষ ভাড়া নিয়ে দেড় বছর যাবৎ দেশী-বিদেশী উন্নত মানের বিভিন্ন ব্র্যান্ডের বডি স্প্রে, ফেইস ওয়াশ ও জনসন বেবী লোশনসহ নানা প্রকার নকল প্রসাধনী সামগ্রী উৎপদন করে।

    এসব নকল উৎপাদিত পণ্য গাজীপুরের বিভিন্ন নামীদামী সুপার শপসহ বিভিন্ন  কসমেটিক দোকানে বাজারজাত করে আসছিলো।

    গাজীপুর মেট্টো পলিটন পুলিশের কোনাবাড়ি-কাশিমপুর জোনের সহকারী কমিশনার থোয়াই অংপ্রু মারমা জানান, আমবাগ ইউনিক স্কুলের পিছন থেকে অবৈধ প্রসাধনী তৈরির কারখানার সন্ধান পেয়ে বিপুল পরিমাণ মালামাল জব্দ করা হয়েছে। যার আনুমানিক মুল্য প্রায় ২০ থেকে ২৫লাখ টাকা । এসময় নকল প্রসাধনী তৈরি মুল হোতা জাফর আলী সোহেলকে আটক করা হয়েছে।


    প্রকাশিত: বৃহস্পতিবার ২৩ জুলাই, ২০২০