• সর্বশেষ আপডেট

    আল্লামা ওবায়দুল হক নঈমীর ইন্তেকাল, বিশিষ্ট জনের শোক


    এম এ মেহেদিঃ দেশের অন্যতম  শীর্ষ আলেম, ওস্তাজুল ওলামা,  শায়েখ, মাশায়েখ,  আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশ এর চেয়ারম্যান চট্টগ্রামের ঐতিহ্যবাহি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার শায়খুল হাদিস আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমী (৭৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আহ সোমবার (৬ জুলাই) বিকাল ৫টায় চট্টগ্রাম নগরীর সিএসসিআর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

    মৃত্যুকালে স্ত্রী ও ৫ সন্তানসহ অসংখ্য শুভাকাঙ্খি ও গুণগ্রাহী রেখে গেছেন আল্লামা ওবায়দুল হক নঈমী। বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি। সোমবার দুপুরে হঠাৎ অসুস্থতা বেড়ে যাওয়ায় সিএসসিআর হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সেখানে আল্লামা নঈমীথর ইন্তেকালের খবরে শোকের ছায়া নেমে আসে চট্টগ্রামে।

    শায়খুল হাদিস আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমীথর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি।
    মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, মুফতি ওবাইদুল হক নঈমী দেশব্যাপী ইসলামের প্রচার প্রসারে ও দ্বীনি শিক্ষা বিস্তারে অনন্য ভূমিকা রেখেছেন। তিনি ইসলাম ধর্মের বহুমূখী খেদমত করে গছেন। মহান আল্লাহর কাছে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন তিনি অন্যদিকে  তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নায়েবে আথলা হযরত আল্লামা মুফতি ইদ্রিচ রেজভী, আল্লামা আবদুল করীম সিরাজনগরী, পীরে তরিক্বত সৈয়দ মুহাম্মদ মছিহুদ্দৌলা, পীরে তরিক্বত আল্লামা আবুল কাশেম নুরী, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় চেয়ারম্যান আল্লামা এম এ মান্নান, মহাসচিব আল্লামা এম এ মতিন, আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট সহ-সভাপতি মুহাম্মদ মহসীন, জেনারেল সেক্রেটারি মুহাম্মদ আনোয়ার হোসেন, পীরে তরিকত আল্লামা কাজী আব্দুস শকুর নক্শবন্দি, পীরে তরিকত সৈয়দ মুহাম্মদ সাইফুদ্দীন আহমদ আল-মাইজভান্ডারী, পীরে তরিক্বত সৈয়দ বদরুদ্দোজা বারী, অধ্যক্ষ আল্লামা সৈয়দ অছিউর রহমান আলকাদেরী, আল্লামা হাফেজ সোলায়মান আনসারী, শায়খুল হাদিস কাজী মুহাম্মদ মঈনুদ্দীন আশরাফী, শায়খ আল্লামা আবু সুফিয়ান খান আলকাদেরী, স উ ম আব্দুচ সামাদ, সৈয়দ মাওলানা মুহাম্মদ জয়নুল আবেদীন আলকাদেরী, আল্লামা ড. সৈয়দ এরশাদ আহমদ আল বোখারী, এড. মোছাহেব উদ্দিন বখতেয়ার, আল্লামা মাসউদ হোসাইন আলক্বাদেরী।

    এছাড়া আরও শোক প্রকাশ করেছেন আনজুমানে খোদ্দামুল মোসলেমীন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মুহাম্মদ সাহাবুদ্দীন চৌধুরী, কাজী মুহাম্মদ সোলাইমান চৌধুরী, মাওলানা মুহাম্মদ আবদুল মতিন, অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ তৈয়্যব আলী, আল্লামা নুর মুহাম্মদ আলকাদেরী, পীরজাদা গোলামুর রহমান আশরফ শাহ্, পীরে তরিক্বত আল্লামা ছাদেকুর রহমান হাশেমী, অধ্যক্ষ ইসমাইল নোমানী, অধ্যক্ষ বদিউল আলম রেজভী, অধ্যক্ষ আবু তালেব বেলাল, গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় চেয়ারম্যান মুহাম্মদ পেয়ার মোহাম্মদ কমিশনার, মহাসচিব শাহজাদ ইবনে দিদার, এডভোকেট মুহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, মুহাম্মদ ফিরোজ আলম খোকন।

    শোক জানিয়ে আরও বিবৃতি দিয়েছেন ইসলামী ফ্রন্ট মহানগর উত্তর সভাপতি আলহাজ্ব মুহাম্মদ নঈমুল ইসলাম, সম্পাদক নাছির উদ্দিন মাহমুদ, দক্ষিণ জেলার সভাপতি অধ্যাপক মনছুর দৌলতী, সম্পাদক হাফেজ আহমদ আলকাদেরী, উত্তর জেলার সভাপতি মাওলানা কদম রসুলী, সম্পাদক এস এম ইয়াসিন হোসাইন হায়দারী, চট্টগ্রাম মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা এম এন ইসলাম জিহাদী, সম্পাদক মাওলানা মুহাম্মদ আশরাফ হোসাইন আলকাদেরী, কাজী মুহাম্মদ ফোরকান রেযা, হুজুরের শাহ্জাদা মাওলানা কাযী আবুল এরফান হাশেমী, কাযী মুহাম্মদ আবুল ফোরকান হাশেমী, মাস্টার মুহাম্মদ ইছমাইল হোসেন, আন্জুমানে রজভীয়া নুরীয়া ট্রাস্ট সেক্রেটারি এডভোকেট আব্দুর রশিদ দৌলতী, যুবসেনা কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ গোলাম মুহাম্মদ মানিক ভুঞা, সাধারণ সম্পাদক সৈয়দ মুহাম্মদ আবু আজম, ছাত্রসেনার কেন্দ্রীয় সভাপতি জিএম শাহাদত হোসাইন মানিক, সাধারণ সম্পাদক মুহাম্মদ ইমরান হোসাইন তুষার, সুন্নী নাগরিক ঐক্য পরিষদের সচিব অধ্যাপক মুহাম্মদ কাওসার হামিদ।

    মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন হিজরী নববর্ষ উদযাপন পরিষদের মহাসচিব মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী, রাবেত্বায়ে উলামায়ে আহলে সুন্নাতের চেয়ারম্যান আল্লামা আবুল হাসান মুহাম্মদ ওমাইর রজভী, মহাসচিব আল্লামা ইকবাল হোসাইন আলকাদেরী, রজভীয়া নুরীয়া ইসলামী সাংস্কৃতিক ফোরামের সভাপতি শায়ের মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, মহাসচিব শায়ের নাজিম উদ্দিন, মাদ্রাসা ছাত্র ফ্রন্টের চেয়ারম্যান মুহাম্মদ ইদ্রিস, মহাসচিব মুহাম্মদ মিজানুর রহমান, বিএম ফাউন্ডেশনের নেতৃবৃন্দ মুহাম্মদ শফিউল আলম, এসএম ইকবাল বাহার, মুহাম্মদ জাহেদুল আলম, মুহাম্মদ গিয়াস উদ্দিন, মুহাম্মদ মিনহাজ উদ্দিন সিদ্দিকী, মুহাম্মদ রবিউল মোস্তফা প্রমুখ।

    প্রকাশিত: সোমবার, ০৬ জুলাই, ২০২০