• সদ্যপ্রাপ্ত সংবাদ

    ২৪ ঘণ্টায় ৩৯ হাজার করোনা রোগী শনাক্ত ভারতে


    ২৪ ঘণ্টায় ৩৯ হাজার করোনা রোগী শনাক্ত ভারতে

    করোনা সংক্রমণ বেড়েই চলেছে ভারতে। একের পর এক সংক্রমণের রেকর্ড ভাঙছে। দেশটিতে নতুন করে আরও প্রায় ৩৯ হাজার মানুষ আক্রান্ত হয়েছে করোনায়।

    দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে আরও ৩৮ হাজার ৯০২ জন। অপরদিকে, একদিনেই মারা গেছে আরও ৫৪৩ জন। এছাড়া এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ১০ লাখ ৭৭ হাজার ৬১৮। এর মধ্যে মারা গেছে ২৬ হাজার ৮১৬ জন। অপরদিকে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ৬ লাখ ৭৭ হাজার ৪২২ জন।


    এদিকে, রাজধানী দিল্লিতে একদিনে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৭৫ জন। ফলে সেখানে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১ লাখ ২১ হাজার ৫৮২। দিল্লিতে মোট সুস্থ হয়ে উঠেছে ১ লাখ ১ হাজার ২৭৪ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছে ১ হাজার ৯৭৩ জন।


    প্রকাশিত: রবিবার, ১৯ জুলাই, ২০২০