• সর্বশেষ আপডেট

    চট্টগ্রামে আরও ২৮২ জনের শরীরে করোনা শনাক্ত


    প্রতিদিনই বেড়ে যাচ্ছে চট্টগ্রামে করোনার ভয়াল চিত্র।চট্টগ্রামে অস্বাভাবিক হারে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ২৮২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৮২ জন নগর ও ১০০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্ত ৯৪০৫ জন।

    আজ শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি।

    তিনি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ, কক্সবাজার মেডিকেল কলেজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়, ইম্পেরিয়াল হাসপাতাল, শেভরণ ল্যাব ও বিআইটিআইডি থেকে এক হাজার ৩২৩ জনের নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। এর মধ্যে চট্টগ্রামের ২৮২ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।

    আক্রান্তদের মধ্যে নগরীর ১৮২ জন, হাটহাজারীর ১৫ জন, রাউজানের ১৪ জন, মিরসরাইয়ের ১৩ জন, সীতাকুণ্ডের ১৩ জন, পটিয়ার ১২ জন, বোয়ালখালীর নয়জন, সাতকানিয়ার পাঁচজন, আনোয়ারার পাঁচজন, রাঙ্গুনিয়ার চারজন, বাঁশখালীর তিনজন, চন্দনাইশের তিনজন, লোহাগাড়ার দুইজন ও ফটিকছড়ির দুইজন রয়েছেন।

    তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় ৪৭ জনসহ মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক হাজার ১৩১ জন, নতুন করে তিনজনসহ এ পর্যন্ত মারা গেছেন ১৮৭ জন।


    প্রকাশিত: শুক্রবার, ০৩ জুলাই, ২০২০