• সর্বশেষ আপডেট

    আজ দেশে মৃত্যু ৩৫, শনাক্ত ২৫৪৮, পরীক্ষা ১২০২৭

    দেশে গত ২৪ ঘণ্টায়  করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩৫ জন। এখন পর্যন্ত মারা গেছেন দুই হাজার ৮৩৬ জন। একই সময়ে ১২ হাজার ২৭টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে আক্রান্ত আরও দুই হাজার ৫৪৮ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২১ দশমিক ১৯ শতাংশ। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দুই লাখ ১৮ হাজার ৬৫৮ জনে দাঁড়াল।

    শুক্রবার করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

    গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় এবং ১৮ মার্চ এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

    প্রকাশিত: শুক্রবার ২৪ জুলাই, ২০২০