• সর্বশেষ আপডেট

    কাশিমপুর কারাগারে বিডিআর বিদ্রোহের কয়েদির মৃত্যু


    মোহাম্মদ তাজুল ইসলাম, গাজীপুরঃ- কাশিমপুর কারাগারে বিডিআর বিদ্রোহের কয়েদি মারা গেছে। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দি থাকা ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহ মামলায় যাবজ্জীবন সাজা পাওয়া আসামি শেখ আশরাফ আলী  আহসান উল্লাহ (৬৯) মারা গেছে ।

    তিনি নড়াইল জেলার নড়াগাতী থানার দুলালগাতী গ্রামের মৃত আলাল উদ্দিন শেখের সন্তান।

    কাশিমপুর কারাগার-২ এর জেলার বাহারুল আলম জানান, পিলখানায় বিডিআর বিদ্রোহে ঢাকার নিউ মার্কেট থানার একটি মামলায় যাবজ্জীবন সাজা পাওয়া কয়েদি শেখ আশরাফ আলী শনিবার ভোরে বুকে ব্যথা অনুভব করলে প্রথমে তাকে কারাগার হাসপাতালে নেওয়া হয় ।

    পরে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। দুপুর সাড়ে বারোটার দিকে চিকিৎসক তাকে মৃত বলে জানিয়েছেন।

    প্রকাশিত: শনিবার, ০৪ জুলাই, ২০২০