Header Ads

parkview
 • সর্বশেষ আপডেট

  "অলি-গলি" মোঃ আমিরুল ইসলাম হাসান

  "অলি-গলি"
  মোঃ আমিরুল ইসলাম হাসান 

  শহরের অলি-গলি ঘুরে ফিরে
  দেখে আসি।
  হাকাকার, দুর্বার বুকে আছে চেপে,
  ক্লান্ত এসে হানা দেয়
  বাড়ির আশেপাশে।

  কেউ হাসে, কেউবা কাঁদে অনাহারী বেশে,
  কারো আছে লক্ষ টাকা
  আছে দেখি রংতামাশা
   চক্ষু কপাল মেশে।

  নির্বিকারে নিচ্ছে কড়ি
  হাত খানি তার নাইকো ঝুড়ি,
  এপাশ ওপাশ করি!
  বলতে গেলে গায়েরও ছাল
  পরবে আবার খসি।

  কিছু লোকের মন্দ কাজে হচ্ছে সবাই দুষি,
  এদের চাপায় পড়ে আবার কাঁদছে প্রতিবেশী।
  কেউবা ধনের রাজ্য লুপে
  কেউবা লুপে গরিব চুষে
  অন্ধকারে যাচ্ছে মিশে
  আমার পাড়ার ছবি।

  হরহামেশা খবর নিচ্ছে তাদের মাশি পুষি,
  তাইতো মোরা কাঁপছি বেশি
  ভয় করিনে প্রতিবেশী! থাকি শুধু খুশি।
  এ গলিতে থাকতে হবে
  আরাম আয়েশ ছাড়তে হবে
  তাদের হুকুম মানতে হবে
  তাতে তারা খুশি।

  গলির পথে দেখি চেয়ে
  রৌদ্র তাপে যাচ্ছে পুড়ি
  হাজারো পথ শিশু।
  (সংক্ষিপ্ত)

  (বিঃদ্রঃআজ শহরে অলি গলির মানুষগুলো বড়ো অসহায় অথচ কেউ এই মহামারির মধ্যেও সস্রাজ্য নিয়ে ব্যস্থ আছে।তাদের দুরবস্থার কথা তুলে ধরার চেষ্টা)

  মোঃআমিরুল ইসলাম হাসান
  অনার্স ফাইনাল ইয়ার (প্রাণিবিদ্যা)
  ভোলা সরকারী কলেজ

  প্রকাশিত: রবিবার, ১৯ জুলাই, ২০২০


  Post Top Ad

  Post Bottom Ad