• সর্বশেষ আপডেট

    বিদ্যানন্দে বাড়ছে পানি, ডুবছে বসতভিটা, দুর্ভোগ চরমে

    Rajarhat
    রাজারহাটে বিদ্যানন্দে পানি বাড়ছে, ডুবছে বসতভিটা, দুর্ভোগে পড়ছে মানুষ

    মাসুদ রানা, রাজারহাট-কুড়িগ্রামঃ- তিস্তা নদীর পানি দ্রুত  গতিতে বাড়ছে। আর পানি বাড়ার সাথে সাথে বসতভিটাসহ ফসলি জমি তলিয়ে যাচ্ছে। এতে দুর্ভোগে পড়ছে হাজার হাজার মানুষ। স্বপ্নের ফসল পাট, বাদাম, কাউন, তিল ও শাকসবজি নষ্ট হয়ে পড়ায় ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছে কৃষক।

    আগামী দিনগুলো পরিবার-পরিজন নিয়ে কিভাবে কাটবে এ দুশ্চিন্তায় রয়েছে কৃষকরা। তবে এসব এলাকায় পর্যাপ্ত ত্রাণ এখনো পৌঁছায় নি। ভাঙন কবলিত এলাকা ইতোমধ্যো পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার। বিদ্যানন্দ ঘুরে কথা বলা হয় আব্দুল হাকিম সবুজ ও মোশারফ হোসেন এর সঙ্গে।তারা বলেন,প্রতিদিন নদী ভাঙনের ফলে গ্রামীণ রাস্তাঘাট গুলো বিলীন হয়ে যাচ্ছে ও খাদ্য সংকটে পড়েছে হাজার হাজার মানুষ।

    প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২০