• সর্বশেষ আপডেট

    করাচির পাকিস্তান স্টক এক্সচেঞ্জ বিল্ডিংয়ে জঙ্গি হামলা !

    ছবি সংগৃহীত।

    পাকিস্তানের সবচেয়ে জনবহুল এবং বড় শহর করাচিতে আজ সোমবার সকাল সকালই চার চার সশস্ত্র বন্দুকবাজের হামলায় আতঙ্ক ছড়াল ৷ করাচি স্টক এক্সচেঞ্জ বিল্ডিংয়ে এদিন আচমকাই ঢুকে পড়ে হামলা চালায় ওই চার জন বন্দুকবাজ  বলে জানা গিয়েছে ৷

    সোমবার বাজার খুলতেই সন্ত্রাসবাদীদের হানায় আতঙ্ক ছড়িয়েছে গোটা শহরেই ৷ স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, এখনও পর্যন্ত পাঁচ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে গুলিতে। আহত হয়েছেন আরও কয়েক জন। জঙ্গিরা স্টক এক্সচেঞ্জের মূল গেটে গ্রেনেড হামলা চালায়। তার পর বিল্ডিং চত্বরে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে বলে জানিয়েছে পাক সংবাদমাধ্যম জিও নিউজ।

    শেষ খবর পাওয়া পর্যন্ত পাকিস্তানি পুলিশ জানিয়েছে, চার জঙ্গির মধ্যে তিন জনকে খতম করে দিয়েছে নিরাপত্তা কর্মীরা। এক জঙ্গি এখনও বিল্ডিংয়ে লুকিয়ে রয়েছে। তাকে কব্জা করার চেষ্টা চলছে। পুলিশ গোটা এলাকা সিল করে দিয়েছে। অহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

    প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২০