• সর্বশেষ আপডেট

    বসত-ভিটা হারিয়ে দিশেহারা বিদ্যানন্দের মানুষ।


    মাসুদ রানা, রাজারহাট-কুড়িগ্রামঃ-  কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নে নদী ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে  বসত-ভিটা ও ফসলি জমি।ফলে সেখানকার মানুষের মধ্যে  আর্তনাদ ও একটু ঠাঁই পাবার আশায় ভবঘুরে দিনযাপন চলছে।

    জানা যায়, প্রতিবছর নদী ভাঙনে অসখ্য মানুষ গৃহহীন হয়ে পড়েছে। অনেকের ভাগ্যে এখনও ঘর জোটেনি। অনেকেই আবার অন্যের জমিতে কোনোমতে একটা ঘর তুলে রাতযাপন করছে। নদী ভাঙনে অনেক পরিবার নিঃস্ব অবস্থা। সরকারি ত্রাণ ও ঘর অপ্রতুল হওয়ায় এখানে অনেক কষ্টে দিনযাপন করতে হচ্ছে।

    নদী ভাঙনের ফলে ধনীব্যক্তিও গরিব হয়ে যাচ্ছে। ইতোমধ্যে নদী ভাঙন এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার। তারা সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগীতা করার আশ্বাস দিয়েছে।সরেজমিন ঘুরে দেখা যায়,প্রতিনিয়ত নদী বসত-ভিটা ও ঘর- বাড়ি গ্রাস করছে।প্রমত্তা তিস্তা বিলীন করতে চলছে বিদ্যানন্দ কে।এখানকার মানুষের দাবি শুকনো মৌসুমে নদী ড্রেজিং সহ ব্লক ফেলা ও তীর মজবুত ভাবে বাঁধতে হবে।

    প্রকাশিত: শুক্রবার, ২৬ জুন, ২০২০