• সদ্যপ্রাপ্ত সংবাদ

    রাজারহাটে স্কুল ছাত্রী ধর্ষণ

    স্কুল ছাত্রী ধর্ষণ

    ধর্ষক জেলহাজতে, রাজারহাটে স্কুল ছাত্রী ধর্ষণ, রাজারহাট, কুড়িগ্রামঃ-

    কুড়িগ্রামের রাজারহাটে এক স্কুল ছাত্রীকে ধর্ষণ করে, জনতা কর্তৃক আটকের পর ধর্ষককে জেলহাজতে প্রেরন করেছে পুলিশ। এঘটনায়   রাজারহাট থানায় একটিধর্ষণ মামলা হয়েছে। জানা গেছে, উপজেলার ঘড়িয়ালডাঁঙ্গা ইউনিয়নের নাখেন্দাগ্রামের অষ্টম শ্রেণীর এক স্কুল ছাত্রীর সাথে  পার্শবর্তী চরগতিয়াশাম  গ্রামের আবুল হোসেনের বকাটে পুত্র আফসারআলীর (২১) পূর্ব পরিচয় ছিল।

    সেই সুবাদে শনিবার রাতেআফসার আলী মেয়েটির বাড়িতে গিয়ে তাকে একাকি পেয়ে কৌশলে ধর্ষন করে। একপর্যায়ে প্রতিবেশীরা বিষয়টি বুঝতে পেরে ধর্ষককে আটক করে । পরদিন রবিবার তাকে থানা পুলিশের নিকটসোপর্দ করা হয়। পরে ওই রাতে মেয়েটির নানা বাদী হয়ে রাজারহাটথানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। রাজারহাট থানার অফিসার ইনচার্জ রাজু সরকার মামলারসত্যতা   নিশ্চিত   করে   জানান,   সোমবার   আসামীকে   জেল   হাজতেপ্রেরন করা হয়েছে।


    প্রকাশিত: মঙ্গলবার, ০২ জুন, ২০২০