• সর্বশেষ আপডেট

    নান্দাইলে দেদারছে নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রি হচ্ছে

    ময়মনসিংহের নান্দাইলে দেদারছে নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রি হচ্ছে দেখার কেউ নেই


    মোঃ ফজলুল হক ভুইয়া, ময়মনসিংহঃ- বাংলাদেশের মত্স্য সম্পদের জন্য ক্ষতিকর বিবেচনায় ১৭ বছর আগে ২০০২ সালে সংশোধিত মৎস্য সংরক্ষণ আইনে কারেন্ট জাল উৎপাদন, পরিবহন, বাজারজাতকরণ, সংরক্ষণ ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়। কিন্তু বাস্তবে এই আইন যে মানা হচ্ছে না, তা আরেকবার বোঝা গেল ময়মনসিংহের নান্দাইলে কারেন্ট জাল অবাধে বিক্রির খবরে।

    ময়মনসিংহের নান্দাইল উপজেলার বিভিন্ন হাট বাজারে সরকার নিষিদ্ধ  কারেন্ট জাল বিক্রি হচ্ছে দেদারছে। নান্দাইল চৌরাস্তা প্রতিদিন লাখ লাখ টাকা কারেন্ট বিক্রি হচ্ছে।এছাড়া নান্দাইলে আরো বিভিন্ন হাট বাজারে কারেন্ট বিক্রি হচ্ছে বলে খবর পাওয়া গেছে।

    উপজেলার বিভিন্ন খাল বিলে কারেন্ট জাল দিয়ে  সদ্য জন্ম নেওয়া মাছের পোনাগুলো নিধন করছে একশ্রেণীর অসাধু  লোকেরা।এসব মাছের পোনা হাটে বাজারে বিক্রি করা হচ্ছে। সংশ্লাষ্ট কতৃপক্ষ এব্যাপারে কোনো ভূমিকা পালন করতে দেখা যায় না। এব্যাপারে নান্দাইল উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফ হোসেনের সাথে মোবাইলে কথা বললে তিনি জানান আমরা কারেন্ট জালের দোকানে গিয়ে কাউকে হাতেনাতে ধরতে পারছিনা।

    প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২০