• সর্বশেষ আপডেট

    ঝালকাঠিতে শুরু হতে যাচ্ছে অনলাইন ডিজিটাল মেলা


    মোঃ আল-আমিন, ঝালকাঠিঃ- ঝালকাঠিতে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী অনলাইনে ডিজিটাল মেলা। এ উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। করোনা সংক্রমণ পরিস্থিতিতে এই প্রথমবারের মতো অনলাইনে মেলাটি অনুষ্ঠিত হবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে জেলার ডিজিটাল কার্যক্রমকে জাতীয় তথ্য বাতায়নের মাধ্যমে নাগরিকদের কাছে উপস্থাপনের লক্ষ্যেই এ মেলার আয়োজন করা হচ্ছে।

    মেলা সৌজন্যে রয়েছে প্রযুক্তি বিষয়ক তথ্য, এছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের তথ্য উপস্থাপন করা হবে এই অনলাইন মেলায়। এ উপলক্ষে রবিবার বেলা ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় প্রস্তুতি সভা। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. জোহর আলী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আরিফুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম ও এনডিসি আহমেদ হাছান। এতে সরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী ও ডিজিটাল সেন্টারের উদ্যোক্তারা অংশ নেয়। মেলায় অনলাইনে সেমিনার, কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সোমবার বেলা ১২টায় অনলাইনে ‘কোভিট ১৯ পরিস্থিতিতে প্রযুক্তিই হাতিয়ার’ শীর্ষক সেমিনারের সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক মো. জোহর আলী।

    প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২০