• সর্বশেষ আপডেট

    রাজারহাটে প্রবল বর্ষণে বেড়েই চলেছে তিস্তার পানি।


    মাসুদ রানা, রাজারহাটঃ- রাজারহাটে সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে পানি আর প্লাবিত হচ্ছে একের পর এক নতুন এলাকা ও  ফসলি জমি। সরেজমিন ঘুরে দেখা যায়, কুড়িগ্রাম জেলার রাজার হাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের পাড়ামৌলা, রতিগ্রাম,চতুরা মন্দির, তৈয়বখা ও চর বিদ্যানন্দের প্রায় ৯০%বাড়ি পানিতে প্লাবিত। চাহিদার তুলনায় জায়গা সংকুলান ও বন্যা আশ্রয় কেন্দ্রে মানুষের জায়গা পেতে হিমশিম খেতে হচ্ছে  সেখানে গবাদি পশুর চিন্তা যেন আকাশকুসুম- কল্পনা। বাড়িতে পানি উঠায় চুলায় আগুন জ্বলছে না অনেকের বাড়িতে।

    এছাড়া করোনার থাবায় অর্থনীতি সংকুচিত হওয়ায় অনেকের  নেই শুকনো খাবার কেনার অর্থ।

    প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২০