Header Ads

parkview
 • সর্বশেষ আপডেট

  ৭০ বছর বয়সী বৃদ্ধকে রিকশার চেইন দিয়ে বেধড়ক পিটিয়েছে দুই ভাই (ভিডিও সহ)

  ৭০ বছর বয়সী বৃদ্ধকে রিকশার চেইন দিয়ে বেধড়ক পিটিয়েছে দুই ভাই মিলে। সম্পত্তি নিয়ে বিরোধের জেরে আপন চাচাকে পেটানোর এই ঘটনা ঘটেছে কুমিল্লার মনোহরগঞ্জে। আপন দুই ভাতিজা মাঈন উদ্দিন ও মনির হোসেন একই গ্রামের বাসিন্দা খোরশেদ আলমের ছেলে।

   দুই ভাই মিলে সড়কের উপর রিকশার চেইন দিয়ে বৃদ্ধকে নির্মমভাবে পেটানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।  মারধরের শিকার বৃদ্ধ নূরুল আমিন (৭০) মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁও ইউনিয়নের ফুলপুকুরিয়া গ্রামে বাসিন্দা।

  মারধরের ঘটনাটি ঘটেছে ফুলপুকুরিয়া গ্রামের মান্দারগাঁও বাজারের পাশে মনোহরগঞ্জ উপজেলা সড়কের উপর। পেটানোর অভিযোগে বৃদ্ধ নূরুল আমিন মনোহরগঞ্জ থানায় দুই অভিযুক্তসহ চারজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।


  স্থানীয় সূত্রে জানা যায়, মারধরের শিকার বৃদ্ধ নূরুল আমিন ও তার ভাই খোরশেদ আলমের সাথে দীর্ঘদিন ধরে সম্পত্তির দ্বন্দ্ব রয়েছে। পুকুরের পানি সেচ এবং মাছ নিয়ে নতুন দ্বন্দ্বের জেরে বৃদ্ধকে একা পেয়ে সড়কের উপর রিকশার চেইন দিয়ে নির্মমভাবে পিটিয়ে আহত করে খোরশেদ আলমের দুই ছেলে মাঈন ও মনির। মারধরের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছেড়ে দেওয়ার পর মুহূর্তের মধ্যে ছড়িয়ে হয়ে পড়ে। অভিযুক্তদের গ্রেফতার ও শাস্তির দাবিতে প্রতিবাদ করেন স্থানী বাসিন্দারা।

  মনোহরগঞ্জ থানার ওসি মেসবাহ উদ্দিন ভূঁইয়া জানান, অভিযুক্ত মাঈন ও মনির এবং তাদের বাবা খোরশেদ আলমসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছে মারধরের শিকার বৃদ্ধ নূরুল আমিন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসামিদের পায়নি। তারা পলাতক রয়েছে। বৃদ্ধকে মারধরের ঘটনার সাথে জড়িত সবাইকে শীঘ্রই গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

  প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২০

  Post Top Ad

  Post Bottom Ad