Header Ads

parkview
 • সর্বশেষ আপডেট

  কুমিল্লার ফরিদ ব্রিকসের শ্রমিকের ছেলে বিদ্যুৎপৃষ্ঠে নিহত।


  এম এ বাশার কুমিল্লাঃ কুমিল্লা বরুড়ার এগারোগ্রামের ফরিদ ব্রিকস ফিল্ডের শ্রমিক রমিজ উদ্দিনের ছেলে  বিদ্যুৎপিষ্ট নিহত হন।

  ৮ ই জুন (সোমবার) বিকাল ৫ টায় এগারো গ্রামের ফরিদ ব্রিকসের শ্রমিক রমিজ উদ্দিনের ছেলে শামীম (১১) ফিল্ডের সামনে পাশের বাড়ির টিনের বেড়ার সাথে জড়ানো বিদ্যুতের তারে জড়িয়ে মারা যায়।

  ঘটনার সূত্রে জানা যায়, ছেলেটি ফুটবল নিয়ে খেলা করার একপর্যায়ে বলটি বাড়ির বেড়ার ফাঁক দিয়ে ভিতরে চলে যায়। বলটি সে পা দিয়ে আনার সময় টিনের সাথে তার পা আটকে যায়। ঐ সময়ে তারটিতে বিদ্যুৎ সংযোগ ছিল।জানা যায়  বাড়ির মালিক তার বসত ঘর থেকে সামনের দোকানে বিদ্যুৎ দিয়ে ব্যবসা করে আসছিল।

  সাথে সাথে বাচ্চাটিকে স্থানীয় একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

  নিহত শিশুটির বাড়ি কিশোর গঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার মথুরা পাড়া গ্রামে।
  ব্রিকস ফিল্ডের মালিক ফরিদ থানায় খবর দিলে এস আই রাসেদ তার ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ থানায় নিয়ে আসে। এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।


  প্রকাশিত: মঙ্গলবার , ০৯ জুন, ২০২০

  Post Top Ad

  Post Bottom Ad