দেশে করোনায় একদিনে সর্বোচ্চ শনাক্ত ও মৃত্যু হলো আজ
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩১৭১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এই সময়ের মধ্যে মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণহানি হয়েছে ৪৫ জনের । ২৪ ঘণ্টায় এটিই করোনাভাইরাসে সংক্রমিত হয়ে দেশে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৯৭৫ জনে। এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭১ হাজার ৬৭৫ জনে।
আজ মঙ্গলবার দুপুরে করোনার সর্বশেষ অবস্থা নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন বুলেটিনে এসব তথ্য জানানো হয়।
অনলাইন বুলেটিনে বলা হয়, ৫৫টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৪,৬৬৪ জনের নমুনা পরীক্ষা করা হয়।
বরাবরের মতোই করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান ডা. নাসিমা।
এর আগে, গতকাল সোমবার ২ হাজার ৭৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৪২ জন।
গত ২ ফেব্রুয়ারি থেকে দেশে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা শুরু করে। ৮ মার্চ দেশে প্রথম রোগী শনাক্ত হয়।
প্রকাশিত: মঙ্গলবার , ০৯ জুন, ২০২০