Header Ads

parkview
 • সর্বশেষ আপডেট

  ঈশ্বরগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  ishwarganj housewife murder

  মোঃ ফজলুল হক ভুইয়া, ময়মনসিংহঃ- ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে।  রবিবার (২১ জুন) রাতে মরদেহ উদ্ধারের করে সোমবার দুপুরে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে থানা পুলিশ।

  জানা যায়, দুই বছর আগে মগটুলা ইউনিয়নের বানাশ্রম গ্রামের রুস্তম আলীর ছেলে হেলাল উদ্দিনের (২৫) সাথে রাজিবপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের নূরুল ইসলামের মেয়ে ইয়াসমিন আক্তার (২১) এর বিয়ে হয়। বিয়ের পর থেকে হেলাল উদ্দিন ইয়াসমিনের ওপর নানা ভাবে টাকার জন্য চাপ দিতো। টাকা না দিলে মানসিক অত্যাচার ও শারীরিক নির্যাতন করতো।

  মাসখানেক বাবার বাড়িতে অবস্থানের পর গত শনিবার শ্বশুড় বাড়ির লোকজন বাড়িতে নিয়ে আসে ইয়াসমিনকে। কিন্তু রবিবার রাতে নিজের ঘরে ঝুৃলন্ত মরদেহ পাওয়া যায় ইয়াসমিনের।

  খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে সোমবার দুপুরে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

  ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোখলেছুর রহমান আকন্দ জানান, এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।


  প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২০

  Post Top Ad

  Post Bottom Ad