• সর্বশেষ আপডেট

    বগুড়ায় মায়ের সঙ্গে অভিমান করে গৃহবধুর আত্মহত্যা

    গৃহবধুর আত্মহত্যা

    মনিরুজ্জামান, বগুড়াঃ- বগুড়া শেরপুর উপজেলায় মায়ের সঙ্গে অভিমান করে ভারসাম্যহীন সুমি খাতুন (২১) নামের এক গৃহবধূ ঘরের তীরের সাথে গলায় রশি পেচিয়ে আত্মহত্যা করেছে। ১১ জুন বৃহস্পতিবার বেলা ১২ টার সময় শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নে মহিপুর জামতোলা গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত সুমি খাতুন গাড়ীদহ ইউনিয়নের মহিপুর জামতোলা গ্রামের চাঁন মিয়ার মেয়ে।

    স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সুমি খাতুন স্বামীর বাড়ি থেকে গত চার দিন আগে মায়ের বাড়িতে বেড়াতে আসে। সুমি খাতুন অসুস্থ থাকার ফলে তার মা তাকে বার বার স্বামীর বাড়িতে যাওয়ার জন্য চাপ দিতে থাকে। এতে সুমি মায়ের উপর অভিমান করে। পরে সকালে সুমির মা যখন সুমির জন্য খাবার রেখে কাজের জন্য বাইরে যায়। সেই সুযোগে বাড়িতে কেউ না থাকায় মায়ের ওপর অভিমান করে সুমি মায়ের ঘরের তীরের সাথে গলায় রশি পেচিয়ে আত্মহত্যা করে। স্থানীয়রা জানায় সুমি কিছুটা ভারসাম্যহীন ছিলেন।


    প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০