• সর্বশেষ আপডেট

    করোনা ভাইরাসের মতই আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে বোয়ালখালীর পল্লী বিদ্যুৎ বিল


    মিজানুর রহমান, বোয়ালখালীঃ- বোয়ালখালীতে পল্লী বিদ্যুৎ সমিতি গ্রাহক সংখ্যা ৬৫ হাজারেরও বেশি। করোনা ভাইরাসের কারণে দেশজুড়ে চলছে আতঙ্ক, সারাদেশের মত প্রতিদিন জ্যামিতিক হারে রোগী বাড়ছে বোয়ালখালীতেও, কিন্তু করোনাকে চাপিয়ে বোয়ালখালীর বড় আতঙ্ক হয়ে উঠেছে এখন পল্লীবিদ্যুতের বিল।

    গ্ৰাহকরা তাদের বিদ্যুৎ বিলের সাথে যুক্ত করা মিটার ভাড়া দিতে অনিচ্ছুক। তাদের প্রশ্ন, বিদ্যুৎ সংস্থা আমাদের জমিতে বিদ্যুতের খুঁটি বসিয়ে কোটি কোটি টাকা ইনকাম করে নিয়ে যাচ্ছে।নগদ টাকায় মিটার কিনে নিজের ঘরের ওয়ালে লাগিয়ে যদি মিটার ভাড়া দিতে হয়, তাহলে আমার জমিতে বিদ্যুতের খুঁটি ফ্রি থাকবে কেন?

    এছাড়াও কয়েক মাসের বিল তুলনামূলকভাবে অনেক বেশি হচ্ছে বলে অনেকে অভিযোগ করেছেন।

    এ বিষয়ে পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম এর সাথে কথা বললে তিনি জানান,লকডাউন এর কারণে আমরা গ্ৰাহকের বাড়িতে গিয়ে রিডিং তুলতে পারিনি যার কারণে এই সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তিনি আরো জানান,গ্ৰাহক যদি বিদ্যুৎ বিল এনে ভুল প্রমাণিত করতে পারেন,তাহলে আমরা সংশোধন করে দিব।

    প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২০