• সর্বশেষ আপডেট

    সরকারের সফলতায় ঈর্ষান্বিত বিএনপি প্রলাপ বকছে


    সরকারের সফলতায় ঈর্ষান্বিত বিএনপি প্রলাপ বকছে

    গত ১১ বছর ধরে বিএনপি কোন বাজেটের প্রশংসা করতে পারেনি। কিন্তু সকল বাজেট সঠিকভাবে বাস্তবায়িত হয়েছে বলে জানান তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

    আজ সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তথ্যমন্ত্রী বলেন, বাজেট সঠিকভাবে বাস্তবায়িত হয়েছে বলেই জিডিপির আকার তিন গুণ বেড়েছে।

    ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে বিএনপির বলা ‘শুভঙ্করের ফাঁকি’ বক্তব্যের সমালোচনা করেন মন্ত্রী। তিনি বলেন, ‘বিএনপি গত ১১ বছরে কোনও বাজেটের প্রশংসা করতে পারেনি। প্রতিবারই তারা বাজেটকে উচ্চাকাঙ্ক্ষী  ও বাস্তবায়নযোগ্য নয় বলেছেন। দেশের আরও  কিছু প্রতিষ্ঠান বিএনপির সঙ্গে একই সুরে কথা বলে। কিন্তু তাদের সব শঙ্কা, বিশেষজ্ঞতা ও বিরূপ মতামত ভুল প্রমাণ করে বাংলাদেশে 


    গত ১১ বছর সব বাজেট বাস্তবায়িত হয়েছে। বাজেট বাস্তবায়নের হার উন্নয়ন বাজেটসহ ৯৩ থেকে ৯৭ শতাংশ। এ বাজেটগুলো বাস্তবায়িত হবার কারণে দেশে মানুষের মাথাপিছু আয় সাড়ে তিনগুণ বৃদ্ধি পেয়েছে, জিডিপির আকার বেড়েছে প্রায় তিনগুণ। বাংলাদেশ  স্বল্পোন্নত থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। দারিদ্র্য ৪১ থেকে ২০ শতাংশে নেমে এসেছে — এটিই হচ্ছে বাস্তবতা।’


    প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০