Header Ads

parkview
 • সর্বশেষ আপডেট

  নোয়াখালীতে আরও ৭২ জনের করোনা শনাক্ত,মোট আক্রান্ত ৮৪১  মোঃইব্রাহিম,নোয়াখালীঃ নোয়াখালীতে একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে।জেলায় মোট মৃত্যু ২২ জন। এছাড়া নতুন করে ৭২ জনের করোনা ভাইরাস সনাক্ত হয়েছে।এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৮৪১ জন।

  বৃহস্পতিবার ৪ জুন ১২ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন মোমিনুর রহমান।তিনি বলেন, গত ৩১শে মে, ১ ও ২ জুন তাদের শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষা জন্য আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজে ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ল্যাবে পাঠানো হয়। পরে বুধবার (৩ জুন)  রাতে তাদের রিপোর্ট আসলে তাতে করোনা পজিটিভ আসে।আক্রান্তদের মধ্যে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ রয়েছেন। তাদের মধ্যে ৪৭ জনকে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে স্থাপিত অস্থায়ী করোনা ভাইরাস হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। ৬৮৫ জন নিজ নিজ বাড়ীতে চিকিৎসা সেবা নিচ্ছেন। ৮৭ জন সুস্থ হয়ে বাড়ী ফিরে গেছেন। ২২ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

  তিনি আরও বলেন, শনাক্ত হওয়া প্রায় সবাই জ্বর ও কাশিতে ভুগছিল।এমন খবরের ভিত্তিতে তাদের নমুনা সংগ্রহ করা হয়েছিল। সে নমুনায় তাদের করোনা পজেটিভ আসে।


  প্রকাশিত: বৃহস্পতিবার ,০৪ জুন, ২০২০

  Post Top Ad

  Post Bottom Ad