• সর্বশেষ আপডেট

    বোয়ালখালীতে ২ শতাধিকের বেশি লোক করোনায় আক্রান্ত


    মিজানুর রহমান, বোয়ালখালীঃ বোয়ালখালীতে সময়ের সাথে পাল্লা দিয়ে বেড়ে চলেছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। মানা হচ্ছে না কোন স্বাস্থ্য-বিধি, নেই কোন সচেতনতা।সর্বশেষ রিপোর্ট ২৩জুন ২০২০,মঙ্গলবার অনুয়ায়ী এ সংখ্যা দাড়িয়েছে ২২৫ এ। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১২জন।১৪ এপ্রিল থেকে এ পর্যন্ত বোয়ালখালীতে করোনা ভাইরাসে ২২৫ জন শনাক্ত হয়েছে।

    আক্রান্তদের মধ্যে রয়েছেন সরকারী কর্মচারী, স্বাস্থ্যকর্মী, পুলিশ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। এর মধ্যে মাননীয় সংসদ সদস্য মোসলেম উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.জিল্লুর রহমান, থানার সেকেন্ড অফিসার তাজ উদ্দীন, সাংবাদিক, চিকিৎসকসহ বোয়ালখালী থানায় কর্মরত পুলিশ সদস্য রয়েছেন। এ উপজেলার জনসংখ্যার তুলনায় আনুপাতিক হারে বাড়ছে আক্রান্তের সংখ্যা।


    প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২০