Header Ads

parkview
 • সর্বশেষ আপডেট

  দেশে করোনা শনাক্ত আরো ২৪২৩ জন,মৃত্যু ৩৫


  দেশে গত ২৪ ঘণ্টায় আরো ২৪২৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট শনাক্ত হয়েছেন ৫৭,৫৬৩ জন।এছাড়া এই সময়ের মধ্যে মারা গেছেন আরো ৩৫ জন।

  আজ বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

  তিনি জানান, গত ২৪ ঘণ্টায় দেশের ৫০টি ল্যাবে ১২ হাজার ৬৯৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে দুই হাজার ৪২৩ জন শনাক্ত হয়েছেন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৯ দশমিক শূণ্য নয় শতাংশ। এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ৫৭ হাজার ৫৬৩ জন। মারা গেছেন আরও ৩৫ জন। তাদের মধ্যে ২৯ জন পুরুষ ও ছয় জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে তাদের মধ্যে তিন জনের বয়স ২১-৩০ বছরের মধ্যে, একজনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে, তিন জনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে, ১৪ জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে, ১১ জনের বয়স ৬১-৭০ বছরের মধ্যে, দুজনের বয়স ৭১-৮০ বছরের মধ্যে ও একজনের বয়স ৮১-৯০ বছরের মধ্যে। দেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যুবরণ করেছেন ৭৮১ জন।

  তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৫৭১ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১২ হাজার ১৬১ জন। সব মিলিয়ে এ পর্যন্ত তিন লাখ ৫৮ হাজার ২৭৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

  দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

  গত ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম শনাক্ত হলেও এখন করোনাভাইরাসের কবলে গোটা বিশ্বই। বর্তমানে সবচেয়ে বেশি ভুগছে ইউরোপ-আমেরিকা-এশিয়াসহ বিশ্বের অন্যান্য অঞ্চল। এখন পর্যন্ত গোটা বিশ্বে আক্রান্তের সংখ্যা ৬২ লাখ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩ লাখ ৭৮ হাজার বেশি। অবশ্য ৩ লাখ ৭৭ হাজারের বেশি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।


  প্রকাশিত: বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২০

  Post Top Ad

  Post Bottom Ad