• সর্বশেষ আপডেট

    নোয়াখালীর সেনবাগে করোনায় পৌরসভার অফিস সহকারীর মৃত্যু


    মোঃ ইব্রাহিম, নোয়াখালীঃ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নোয়াখালীর সেনবাগ উপজেলায় একজনের মৃত্যু হয়েছে।

    তিনি হলেন- সেনবাগ পৌরসভার অফিস সহকারী জয়নাল আবেদীন ফকির (৫০)। রোববার সকাল ৬টার দিকে বাবুপুর গ্রামে নিজ বাড়িতে তিনি মারা যান। এ নিয়ে উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হলো।

    সেনবাগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মতিউর রহমান জানান, জয়নাল আবেদীন ফকির দীর্ঘদিন ধরে  ক্যান্সার ও লিভার সিরোসিসে ভুগছিলেন। চিকিৎসা নেওয়ার জন্য ঢাকায় যাওয়ার পর সেখানে করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়ে আসেন তিনি। গত ২৭ মে বুধবার আসা রিপোর্টে তার নমুনা পজিটিভ আসে। এরপর থেকে তিনি নিজ বাড়িতে হোম আইসোলেশনে ছিলেন। রোববার সকালে নিজ বাড়িতে মারা যান তিনি। সব ধরনের নিয়ম মেনে তার লাশ দাফনের ব্যবস্থা করা হচ্ছে।তিনি আরও বলেন, উপজেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হলো।


    প্রকাশিত: রবিবার, ০৭ জুন, ২০২০