• সর্বশেষ আপডেট

    বাগমারা উপজেলা প্রশাসনে করোনার থাবা, আক্রান্ত ২


    মুকুল হোসেন, বাগমারাপ্রতিনিধি-রাজশাহীঃ- রাজশাহীর বাগমারায় এবার উপজেলা প্রশাসন কার্যালয়ে প্রবেশ করল করোনা ভাইরাস। শুক্রবার (২৬ জুন) উপজেলা প্রকৌশল অফিসের দুই সদস্যের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

    করোনার সন্দেহে বৃহস্পতিবার তাদের নমুনা সংগ্রহ করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টেকনোলজিস্টরা। তাদের নমুনা রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হলে তাদের করোনা পজিটিভ হয়।

    আক্রান্তদের একজন সহকারী প্রকৌশলী এবং অপরজন অফিস সহায়ক। এলজিইডি প্রকৌশল দপ্তরের মধ্যে দিয়ে উপজেলা প্রশাসনের মধ্যে করোনা ভাইরাস প্রবেশ করলো।

    তবে উপজেলা প্রকৌশলীর রিপোর্ট এসেছে নেগেটিভ। হঠাৎ করেই উপজেলা প্রশাসনে দু’জনের করোনা শনাক্ত হওয়ার করোনা আতংকের মধ্যে রয়েছে উপজেলা প্রশাসনের অন্যান্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

    উপজেলা প্রকৌশলী সানোয়ার হোসেন জানান, আমরা এক সঙ্গেই করোনার টেস্ট করতে দিয়েছিলাম। তবে আমারটা নেগেটিভ আসলেও দুজনের করোনা পজিটিভ এসেছে। মেডিকেল রির্পোট পাওয়ার আগ পর্যন্ত যেহেতু সবাই এক সাথে অফিসে কার্যক্রম পরিচালনা করেছি, তাই আমি সহ অন্যদেরও করোনা টেস্ট জরুরি। তবে আমাদের অফিস লকডাউনে রাখা হবে কিনা, সেটা কর্তপক্ষের সিদ্ধান্তের উপর নির্ভর করছে।

    এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ বলেন, উপজেলা এলজিইডি অফিসের দুজন করোনা পজিটিভ হওয়ায় তাদেরকে আলাদাভাবে চিকিৎসার ব্যবস্থা করা হবে। যেহেতু উপজেলা প্রশাসনে করোনা ভাইরাস দেখা দিয়েছে, সে কারণে আমরা ঊর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নিবো।

    প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২০