• সর্বশেষ আপডেট

    ভেদরগঞ্জ পৌর মেয়রের অর্থায়নে ৮০০পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    ভেদরগঞ্জ পৌর মেয়রের অর্থায়নে ৮০০পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    মোঃ-রেদওয়ান বিন কবির,শরীয়তপুর:: শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ পৌরসভার সংগ্রামী নেতা ও ভেদরগঞ্জ পৌর মেয়র জনাব হাজী আব্দুল মান্নান হাওলাদার এর  নিজ অর্থায়নে এবং শরীয়তপুর জেলার ৩ আসনের সাংসদ সদস্য জনাব নাহিম রাজ্জাক এম,পি এর নির্দেশে,প্রায় ৮০০(আট শত) গরীব ও হত-দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

    অদ্য ২২/০৫/২০২০ইং তারিখ রোজ শুক্রবার সকাল ১০ঘটিকার সময় ভেদরগঞ্জ সরকারি এম এ রেজা ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি বলেন মহান আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আমাকে যতদিন বাচিয়ে রাখবেন আমি আপনাদের এই ত্রান সামগ্রী বিতরণ করে যাবো গত ১মাস যাবত আমি গরীব ও হত-দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করে যাচ্ছি এবং আজ ১২তম বার হলো আমি এই ত্রান ও ঈদ সামগ্রী বিতরণ করে যাচ্ছি এবং আমি চাই মহামারী এই করোনা ভাইরাস প্রাদূর্ভাবের কারনে আমার এলাকার একটি মানুষও যেন না খেয়ে থাকে না আমি সেই প্রচেষ্টাই করবো ইনশাআল্লাহ।


    এ সময় উপস্থিত ছিলেন ১/ভেদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও যুদ্ধ কালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল মান্নান রাঢ়ী ২/উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব তানভীর আল নাসিফ ৩/নারায়নপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব সালাউদ্দিন মাতব্বর ৪/পৌর আওয়ামী লীগের সভাপতি জনাব শাহাদাত হোসেন রাঢ়ী ৫/পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার ৬/আবুল কাশেম খান কাউন্সিলর ৬নং ওয়ার্ড ৭/শহিদ হাওলাদার ৭নং ওয়ার্ড ও মহিলা কাউন্সিলর সংরক্ষিত আসনের ৩(তিন জন)ও অন্যান্য আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা নেত্রী ও ব্যক্তি বর্গ।


    তাহার এই ত্রান সামগ্রীর মধ্যে ছিলেনঃ-চাল,,ডাল,,তেল,,সেমাই,, চিনি,,দুধ,,নুডলস,,ও আরো ইত্যাদি ঈদ সামগ্রী।সর্বশেষে পৌর মেয়র হাজী আব্দুল মান্নান হাওলাদার নিজের ও তার পরিবারের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন ও ভেদরগঞ্জ পৌরবাসিদের কে পবিত্র   ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।                                                                                                                       
    দিগন্ত নিউজ ডেস্ক/কেএস

    প্রকাশিত: শুক্রবার, ২২ মে, ২০২০