Header Ads

parkview
 • সর্বশেষ আপডেট

  বগুড়ায় পুকুরে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু


  মনিরুজ্জামান, বগুড়াঃ- শুক্রবার দুপুরে বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলায় একই পরিবারের দুই চাচাতো ভাই বোনের পুকুরের পানিতে পড়ে ডুবে মৃত্যু হয়েছে। বগুড়া দুপচাঁচিয়া উপজেলার ইসলামপুর (খাঁ-পাড়া) গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় নিহত হন, দুপচাঁচিয়া উপজেলার ইসলামপুর (খাঁ-পাড়া) গ্রামের মাহফুজ এর মেয়ে মোবাশ্বিরা (৪) এবং মাসুমের এর ছেলে নীরব (৫)। সম্পর্কে মাহফুজ ও মাসুম আপন দুই ভাই। 

  স্থানীয় সূত্রে জানা যায়, মোবাশ্বিরা ও নীরব দুই চাচাতো ভাই বোন ১৫ মে শুক্রবার বেলা সাড়ে ১১টায় বাসা থেকে খেলার উদ্দেশ্যে বের হয়। বেশ কিছুক্ষণ পরে তাদেরকে অনেক খোঁজাখুঁজি করা হলেও কোথাও খুঁজে পাওয়া যায় না। এমন অবস্থায় দুপুর আড়াইটার দিকে বাড়ির পাশের পুকুর থেকে তাদের দুইজনের মৃতদেহ ভেসে ওঠে। ধারণা করা হচ্ছে খেলতে গিয়ে তারা পুকুরের পানিতে পড়ে মারা গিয়েছে।

  বগুড়া দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, আমাদের কাছে এই মৃত্যু নিয়ে কোনো অভিযোগ না আসায়, পারিবারিকভাবেই দুই শিশুর মৃতদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।


  প্রকাশিত: শুক্রবার, ১৫ মে, ২০২০

  Post Top Ad

  Post Bottom Ad