• সর্বশেষ আপডেট

    শরীয়তপুর জেলা জর্জ কোর্টের ভার্চুয়াল কোর্টের কার্যক্রম আজ থেকে শুরু।


    মোঃ-রেদওয়ান বিন কবির, শরীয়তপুর জেলা প্রতিনিধিঃ  শরীয়তপুর জেলা জর্জ কোর্টের ভার্চুয়াল কোর্টের কার্যক্রম আজ থকে শুরু হয়েছে।আজ ১৪মে ২০২০ইং তারিখে সকাল ৯ ঘটিকা থেকে এই ভার্চুয়াল কোর্টের কার্যক্রম শুরু হয়।গত ১০মে সরকারি নির্দেশে ও মহামান্য হাইকোর্টের আদেশের ফলে এই ভার্চুয়াল কোর্টের সিদ্ধান্ত নেওয়া হয়।পরে ১১মে থেকে এই কোর্টের কার্যক্রম সফটওয়্যার এর মাধ্যমে বিভিন্ন জেলায় শুরু করা হয়।শরীয়তপুরের জেলা জজ জনাব প্রশান্ত কুমার বিশ্বাস এর নেতৃত্বে ও বিজ্ঞ আইনজীবীদের মাধ্যমে এই কোর্ট পরিচালনা করা হয়।এতে সাধারণ মানুষ ও জেল হাজতে থাকা বেশ কিছু কয়েদি জামিন লাভ করেন।এতে শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সম্মানিত সভাপতি জনাব এ্যাডভোকেট আবু সাঈদ সাহেব বলেন, সরকার এবং মহামান্য সুপ্রিম কোর্টের এই আদেশ ও ভার্চুয়াল কোর্ট কে আমি সাধুবাদ জানাই এবং আজকের এই মহামারি করোনা ভাইরাস এর কারনে আমার সমিতির যেসকল জুনিয়র আইনজীবী রা আছেন তাদের আমার নিজস্ব ব্যাংক থেকে কোন সুদ ছাড়া ১০হাজার করে টাকা ঋন দিচ্ছি যাহা তারা প্রতি সপ্তাহে ১০০টাকা করে কিস্তি দিবে এবং যাতে তারা ভেঙ্গে না পরে ও সচ্ছল থাকে। বারের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জহিরুল ইসলাম বলেন আজকের মহামারী করোনা ভাইরাস কোভিট(১৯) এর কারনে দেশের এবং দেশের মানুষের যেই দূর অবস্থা,প্রতিটি মানুষ যেন অসহায় হয়ে পরেছে তাই মহামান্য হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আজকের এই ভার্চুয়াল কোর্টের ব্যাবস্হা।এটা যদিও ইকটু কঠিন তেমনি পরিচালনা সঠিক ভাবে করতে পারলে আবার সহজও বটে এবং এই কোর্টের মাধ্যমে সাধারণ মানুষ ও জেল হাজতে থাকা কয়েদিরা বেশ উপক্রিত হবে বলে আমি মনে করি।

    দিগন্ত নিউজ ডেস্কঃ এস বি কে

    প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০