Header Ads

parkview
 • সর্বশেষ আপডেট

  বশেমুরবিপ্রবি'র শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা ১দিনের বেতন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে


                         
  করোনা ভাইরাসের প্রকোপে থমকে আছে দেশ তথা গোটা বিশ্ব। আংশিক লকডাউনে কর্মহীন হয়ে পরেছে দেশের হাজারো মানুষ। সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যাও। গত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ৭৮৬ জন যা একদিনে আক্রান্তের সংখ্যায় সব্বোর্চ।

  এমত অবস্থায় দেশে বিরাজমান করোনা সংকট মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে "বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের" শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে তাদের একদিনের বেতন প্রদান করেছেন। 

  ৫ মে ২০২০ দুপুর ১টায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে "বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের" ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মো. শাহজাহান জেলা প্রশাসক শাহিদা সুলতানার হাতে পাঁচ লক্ষ টাকার চেক তুলে দেন।  


  এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বশেমুরবিপ্রবি'র শিক্ষক সমিতির সভাপতি ড. মো হাসিবুর রহমান, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মো. নজরুল ইসলাম হিরা,  সাধারণ সম্পাদক ওয়ালিদ মিয়া, পরীক্ষা নিয়ন্ত্রক এস এম  গোলাম হায়দার, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মেকাইল ইসলাম, কর্মচারী সমিতির সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক  বিএম আশিকুর রহমান। 

  এছাড়া গোপালগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুল্লাহ আল বাকী ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী শহিদুল ইসলাম এসময় উপস্থিত ছিলেন।

  দিগন্ত নিউজ ডেস্ক

  প্রকাশিত: মঙ্গলবার, ০৫ মে, ২০২০

  Post Top Ad

  Post Bottom Ad