• সর্বশেষ আপডেট

    পাটগ্রামে করোনায় এই প্রথম আক্রান্ত ১ জন, ৩টি বাড়ি লকডাউন



    কামরান হাবিব, রংপুর প্রতিনিধি : পাটগ্রামের সর্বস্তরের মানুষের জন্য ইতিমধ্যেই রচিত হয়েছে দুঃসংবাদ। গত ৪ এপ্রিল এই প্রথম শাহীন নামে একজন ব্যক্তি করোনা  পজিটিভ হিসেবে শনাক্ত  হয়েছেন । উপজেলা নির্বাহী অফিসার  মোঃ মশিউর রহমান,পাটগ্রাম থানা  অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও কালী প্রসাদ,  পাটগ্রাম ইউপি চেয়ারম্যান মো : আব্দুল ওহাব প্রধান বেলাল এর সমন্বয়ে আক্রান্ত শাহীনসহ তার প্রতিবেশী তিনটি বাড়ী লকডাউন করা হয়েছে এবং তার সংস্পর্শে আসা ব্যক্তিদের সনাক্ত করে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে। আক্রান্ত ব্যক্তির শারীরিক অবস্থা স্বাভাবিক আছে। আজ  তার সংস্পর্শে আসা ব্যক্তিদের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হবে। উপজেলা প্রশাসন ও থানা  পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে লকডাউনকৃত পরিবার তিনটিকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। আক্রান্ত ব্যক্তি ও তার পরিবার সহ লকডাউনে  কোয়ারেন্টাইনে থাকা পরিবারের প্রতি মানবিক আচরন করার জন্য প্রশাসনের পক্ষ থেকে সকলের প্রতি   অনুরোধ করা হয়েছে। পাটগ্রাম থানা পুলিশের ফেসবুক পেজের এক ঘোষণায় বলা হয়েছে  প্রিয় পাটগ্রামবাসী আর অবহেলা নয়। আসুন সবাই শপথ করি অতীব জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হব না। সামাজিক দূরত্ব ও স্বাস্থবিধি শতভাগ মেনে চলব। কারন সময় গেলে সাধন হবে না, জীবন গেলে ফিরে পাওয়া যাবে না। পরম করুনাময় সৃষ্টিকর্তা আমাদের সহায় হোন।অপরদিকে এবিষয়ে পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মো :মশিউর রহমান বলেন আমরা শত চেষ্টা করেও করোনা মুক্ত পাটগ্রাম নিশ্চিত করতে পারিনি তবে আমি এবং আমরা সবাই এখনো আশাবাদী করোনায় আক্রান্ত শাহীন দ্রুত সুস্থ হয়ে সাভাবিক জীবনে ফিরে  আসবে। আমরা সবাই শাহীন ও তার পরিবারের প্রতি আন্তরিক রয়েছে, তার সুস্থতার জন্য অফুরন্ত দোয়া আছে আমাদের সকলের। আমরা অবশ্যই চাই আর যেনো নতুন করে কোনো ব্যক্তি করোনায় আক্রান্ত না হয়।  এজন্য আমাদের সকলকে সচেতন হয়ে পথচলতে হবে। তাই আর দেরি নয় সকলের উদ্দেশ্যে বলছি আসুন আমরা নিজ নিজ অবস্থান থেকে সচেতন হয়ে নিজের সুরক্ষা নিশ্চিত করি।এমন পরিস্থিতিতে  তিনি গণমাধ্যম কর্মীদের  উদ্দেশ্যে বলেন সাংবাদিক ভাইরা আপনারা ভালো থাকবেন সাথে  নিজেদের সুরক্ষিত রেখে পেশাগত দায়িত্ব পালন করবেন। তবে শাহীনে করোনা পজিটিভ হওয়ার খবর যেভাবে ফেসবুকের পাতায় ছড়িয়ে পড়ে ঠিক সেভাবে মানুষের মাঝে এখনো অনুভূতি তৈরি হয়নি বলে মতামত দিয়েছেন একাধিক গণমাধ্যম কর্মী। সবমিলিয়ে পাটগ্রামকে করোনার সংক্রমন থেকে রক্ষা করতে প্রশাসন আজ থেকে আরও বেশি কঠোর অবস্থান নিশ্চিত করবেন বলে সংশ্লিষ্ট সুএ জানিয়েছে।

    দিগন্ত নিউজ ডেস্কঃএস বি কে

    প্রকাশিত: মঙ্গলবার, ০৫ মে, ২০২০