• সর্বশেষ আপডেট

    ফরিদপুরের সালথায় ফল ও করাতকল ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা।

    ফল ও করাতকল ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

    মোহাম্মদ সুমন, ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের সালথা বাজারে ফল সরবরাহের খালি প্যাকেটের ওজন অতিরিক্ত হওয়ায় (২) দুই ব্যবসায়ীকে ও পরে লাইসেন্স না থাকার অপরাধে এক করাতকল ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

    বুধবার (১৩ মে) দুপুর ১ টায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ফরিদপুর জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মোঃ হাফিজুর রহমান টুটুল।

    অভিযানকালে তিনি দেখেন ফল সরবরাহের খালি প্যাকেটের সর্বোচ্চ ওজন ১'শ গ্রাম। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার ওই ফল ব্যবসায়ী সমির ও আবির কে ভোক্তা অধিকার আইনে দু'জন'কে (২) দুই হাজার টাকা করে মোট চার হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এর পূর্বে আরেক অভিযানে নকল হাটি বাজারে শফিকুল নামে এক করাতকল ব্যবসায়ী এর লাইসেন্স না থাকার অপরাধে করাতকল আইনে তাকে (২) দুই হাজার টাকা জরিমানা করা হয়।


    ভ্রাম্যমান আদাল‌তের পেশকার মোঃ র‌ফিকুল ইসলাম শিকাদার জানান ভোক্তা অধিকার আইনে দুই ব্যবসায়ীকে চার হাজার টাকা ও করাতকল আইনে এক ব্যবসায়ীকে দুই হাজার টাকা মোট
    ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরও জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আরও জোরদার করা হবে।

    প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২০