• সর্বশেষ আপডেট

    করোনায় আক্রান্ত হয়ে এবার দুদকের প্রধান সহকারীর মৃত্যু

    করোনায় আক্রান্ত হয়ে এবার দুদকের প্রধান সহকারীর মৃত্যু

    করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দুর্নীতির দমন কমিশনের (দুদক)  প্রধান সহকারী খলিলুর রহমান (৫৭) মারা গেছেন। শনিবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।এ নিয়ে করোনা ভাইরাস সংক্রমণে মারা গেলেন দুদকের দুইজন কর্মকর্তা

    দুদক সূত্র জানান, প্রধান সহকারী খলিলুর রহমান ঢাকায় মানিক নগরের বাসায় কোয়ারেন্টাইনে ছিলেন। কয়েকদিন ধরে তিনি জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। টেস্টে তার করোনা পজেটিভ ধরা পড়ে।

    অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে তিনি মারা যান। খলিলুর রহমানের বাড়ি বরিশাল জেলায় বলে জানা গেছে।


    প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২০