• সর্বশেষ আপডেট

    বিশ্বে করোনায় মৃতের সংখ্যা দুই লাখ ৭৬ হাজারের বেশি


    বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা ৪০ লাখ ছাড়িয়েছে।এ নিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা এখন দুই লাখ ৭৬ হাজার। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ লাখ ২২ হাজার জন।

    ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও সাড়ে পাঁচ হাজার প্রাণ কেড়ে নিয়েছে করোনা ভাইরাস। এ নিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা এখন দুই লাখ ৭৬ হাজার। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৪০ লাখ। এর মধ্যে নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ৯৭ হাজারের বেশি।

    গত বছরের ডিসেম্বরের চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

    গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

    করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে দেশে গতকাল শুক্রবার পর্যন্ত

    মোট ২০৬ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া গতকাল পর্যন্ত দেশে মোট ১৩ হাজার ১৩৪ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। গত ৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত করা হয়।

    প্রকাশিত: শনিবার, ০৯ মে, ২০২০