• সর্বশেষ আপডেট

    দেশে করোনায় আরও ২১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১২৫১


    দিন দিন দেশে করোনা ভাইরাস রোগী ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে।দেশে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৫১ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন। একই সময় মারা গেছেন সর্বোচ্চ ২১ জন। 

    এ নিয়ে দেশে এখন পর্যন্ত ২৫ হাজার ১২১ জন করোনায় সংক্রমিত রোগী শনাক্ত হলেন। আর মোট মারা গেছেন ৩৭০ জন।

    দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানান অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।

    তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৯ হাজার ৯১ জনের। নমুনা পরীক্ষা করা হয় ৮ হাজার ৪৪৯ জনের। এতে ১ হাজার ২৫১ জনের দেহে করোনা শনাক্ত হয়। গতকাল (১৮ মে) শনাক্ত হয়েছিল সর্বোচ্চ ১ হাজার ৬০২ জনের। এ পর্যন্ত ১ লাখ ৯৩ হাজার ৬৪৫ জনের করোনা পরীক্ষা করে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ২৫ হাজার ১২১ জনে।

    তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন সুস্থ হয়েছেন ৪০৮ জন। এ নিয়ে মোট ৪ হাজার ৯৯৩ জন সুস্থ হয়েছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন আইসোলেশনে এসেছেন ৩২৬ জন। ছাড় পেয়েছেন ৯৩ জন। আর বর্তমানে আইসোলেশনে আছেন ৩হাজার ৬১৬জন।


    করোনার ঝুঁকি এড়াতে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

    প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২০