• সর্বশেষ আপডেট

    করোনা কে জয় করলো পুলিশ কনস্টেবল, অরুন চাকমা

    করোনা কে জয় করলো পুলিশ কনস্টেবল অরুন চাকমা


    এম এ মেহদি প্রধান প্রতিবেদকঃ- চট্টগ্রামে  করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক উত্তর বিভাগের কনস্টেবল অরুণ চাকমা করোনা ভাইরাস জয় করে, আবার সুস্থ জীবনে ফিরেছে।

    আজ রবিবার (৩ এপ্রিল)   দুপুর ১২ টায়  করোনা চিকিৎসা শেষে সম্পূর্ণ সুস্থ হয়ে কর্মস্থলে ফিরেছেন।

    চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাহাবুবর রহমান, আজ দুপুর ২ টায়  কনস্টেবল অরুন চাকমাকে দামপাড়াস্হ  সিএমপি'র সদর দপ্তরে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।


    এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এস. এম. মোস্তাক আহমেদ খান, এছাড়াও  অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

    সিএমপি'র  ট্রাফিক (উত্তর)  বিভাগে কর্মরত কনস্টেবল অরুন চাকমা গত (১৯ মার্চ)  করোনা ভাইরাসে আক্রান্ত হলে  চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশনে চিকিৎসার জন্য তাকে  প্রেরণ করা হয়।

    সিএমপি কমিশনার মাহবুবুর রহমান দিগন্ত নিউজকে বলেন সিএমপি পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের সার্বিক  সহযোগিতা এবং ডাক্তার ও চিকিৎসাকর্মীদের আন্তরিক প্রচেষ্টায়  দীর্ঘ ১৪ দিনের চিকিৎসা শেষে দুইবার পরীক্ষায় তার করোনা ভাইরাস  নেগেটিভ আসায় তাকে আজ চট্টগ্রাম  জেনারেল  হাসপাতাল কর্তৃপক্ষ  ছাড়পত্র প্রদান করেন।

    করোনা ভাইরাস কে জয় করে আমাদের মাঝে ফিরে আসা অরুন চাকমা, করোনা যুদ্ধে আমাদেরকে  আরও বেশি অনুপ্রাণিত করবে।


    প্রকাশিত: রবিবার, ০৩ মে, ২০২০