• সর্বশেষ আপডেট

    চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় করোনা শনাক্ত হল ১৯ জনের,নগরে ১৪



    বৃহস্পতিবার (৭ মে) ফৌজদারহাটের বিশেষায়িত হাসপাতাল ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ১৯৮টি নমুনা পরীক্ষা করে মোট ১৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।১৮ জন চট্টগ্রামের। তার মাঝে শুধু নাগরীর ১৪ জন। চট্টগ্রামের বাইরে এতে শনাক্ত হয়েছেন—১ জন তিনি নোয়াখালীর বাসিন্দা।

    ১)আকবরশাহ-১, ২) হালিশহর-১, ৩) লোহাগাড়া -৩, ৪)সাতকানিয়া-১, ৫) হালিশহর-১, ৬) সাগরিকা -১( মৃত), ৭) দক্ষিণ নালাপাড়া=১, ৮ এনায়েত বাজার=২, ৯) ঈদগাহ, চট্টগ্রাম -২, ১০) রাহাত্তারপুল-১, ১১) পাচলাইশ-১, ১২)শুলকবহর-১, ১৩)কোতোয়ালি -১, ১৪)কর্নেলহাট-১

    বাকি চারজনের তিনজনই লোহাগাড়ার, অপর একজন সাতকানিয়ার।করোনা নমুনার রিপোর্টের ফল পেতে পেতেই মারা গেলেন নগরীর সাগরিকা শিল্প এলাকায় করোনা শনাক্ত একজন ব্যক্তি। ৬০ বছর বয়সী ওই ব্যক্তির নাম সগির আহমেদ।



    চট্টগ্রাম বিআইটিআইডি`তে ১৯৮ টি নমুনা পরীক্ষায়
    ১৯ টি পজিটিভ, ১৮ টি চট্টগ্রামে, ১ টি ভিন্ন জেলায়
    (৭ মে ২০২০ তারিখের হিসাব)
    ====================
    ১)আকবরশাহ-১
    ২) হালিশহর-১
    ৩) লোহাগাড়া -৩
    ৪)সাতকানিয়া-১
    ৫) হালিশহর-১
    ৬) সাগরিকা -১( মৃত)
    ৭) দক্ষিণ নালাপাড়া=১
    ৮ এনায়েত বাজার=২
    ৯) ঈদগাহ, চট্টগ্রাম -২
    ১০) রাহাত্তারপুল-১
    ১১) পাচলাইশ-১
    ১২)শুলকবহর-১
    ১৩)কোতোয়ালি -১
    ১৪)কর্নেলহাট-১
    মোট = ১৮ জন তৎমধ্যে ১ জন মৃত।
    =======================
    ১৭৯ টি নেগেটিভ।

    দিগন্ত নিউজ ডেস্ক/কেএস

    প্রকাশিত: বৃহস্পতিবার, ০৭ মে, ২০২০