• সদ্যপ্রাপ্ত সংবাদ

    নোয়াখালী কোম্পানীগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু


    মোঃ ইব্রাহিম নোয়াখালীঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বজ্রপাতে রাজু (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

    শনিবার দুপুরে উপজেলার চরফকিরা ইউনিয়নের ভূমিহীন বাজার থেকে একই ইউনিয়নের গুচ্ছগ্রামে তার বড় ভাইয়ের বাড়িতে যাওয়ার পথে বজ্রপাতে তার মৃত্যু হয়।নিহত রাজু উপজেলার ৫ নং চরফকিরা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চেয়ারম্যান (ভূমিহীন) বাজারের সিরাজ উল্যার ছেলে।

    চরফকিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন লিটন জানান, বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই রাজুর মৃত্যু হয়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।


    প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২০