• সদ্যপ্রাপ্ত সংবাদ

    সালথা'য় পিকআপ এর ধাক্কায় এক বাইসাইকেল আরোহী নিহত।

    বাইসাইকেল আরোহী নিহত


    সোহান উজ্জামান সুমন- সালথা ফরিদপুরঃ- ফরিদপুরের সালথায় পিকআপের ধাক্কায় মোতালেব মোল্লা (৫৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।

    শুক্রবার ১৫ মে, বিকালে ০৫ টায় ঢাকা-খুলনা মহাসড়কের সালথা উপজেলার মোল্লারমোড় নামক স্থানে অপর দিক থেকে আশা একটি পিকআপ মোতালেবকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে মোতালেব মোল্যা ঘটনা স্থলেই মারা যায়। নিহত মোতালেব মোল্লা সালথা উপজেলার রায়ের বল্লভদী গ্রামের মৃত জামালউদ্দিন মোল্লার ছেলে।

    তিনি কৃষিকাজ করতেন, মৃত্যু কালে তিনি ৬ মেয়ে রেখে গেছেন, তার একার উপর্জনেই সংসার চলতো, তার এ মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

    নিহত মোতালেব মোল্লার পরিবারর সুত্রে জানা যায়, ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে বাইসাইকেল যোগে তিনি নিজ বাড়িতে ফিরছিলেন। এর মধ্যে মোল্লার মোড় নামক স্থানে পৌঁছালে খুলনার দিক থেকে ছেড়ে আসা একটি পিকআপ মোতালেব মোল্লার বাইসাইকেলকে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলেই মোতালেব মোল্লা মারা যায়। পড়ে ওখানকার স্থানীয়রা জানান আমরা মোতালেবের মরদেহ উদ্ধার করেছি এবং চালকসহ ওই পিক আপ টি শনাক্ত করে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের নিকট হস্তান্তর করেছি।


    প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২০