• সর্বশেষ আপডেট

    বেনাপোলে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ভ্রাম্যমান আদালত কর্তৃক জরিমানা


    রাশেদুল ইসলাম, বেনাপোল প্রতিনিধিঃ- করোনা ভাইরাসের কারণে  সরকারের দেওয়া বিধি নিশেধ অমান্য করে শৃঙ্ঘলা ভঙ্গের অভিযোগে বেনাপোল বাজারের ৬ জন ব্যবসায়িকে ও একজন মোটর সাইকেল চালককে ৫ হাজার টাকা জরিমান করেছেন ভ্রাম্যমান আদালত। শুক্রবার বেলা সাড়ে ১১ টার সময় এ অভিযান পরিচালনা করেন শার্শা উপজেলা সহকারী ম্যাজিষ্ট্রেট (ভুমি) খোরশেদ আলম। জরিামানার শিকার ব্যবসায়িরা হলেন, নিউ মেডিসিন ফর্মেসী,১০০০ টাকা, সরদার ফার্মেসী ১০০০ টাকা , কাঁচা বাজারের আড়ৎদার মুজিবুর রহমান ৫০০ টাকা, তবিবুর রহমান ৫০০ টাকা , মাছ ব্যবসায়ি জাহিদুল  ৫০০ টাকা, আবুল হোসেন ৫০০ টাকা , শিল্পী ষ্টুডিও ৫০০ টাকা  ও একজন মোটর সাইকেল চালককে ৫০০ টাকা জরিমানা করেন।

    শার্শা উপজেলা সহকারী ম্যাজিষ্ট্রেট ( ভুমি ) খোরশেদ আলম বলেন, সরকারী বিধি নিশেধ অমান্য করে দুরাত্ব বজায় না রেখে তারা কেনাবেচা করছিল। ব্যবসায়িদের দোকানের সামনে তিন ফুট করে গোলাকার চিহৃ রাখার কথা । সেখানে দাঁড়িয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে প্রয়োজনীয় পন্য সামগ্রী ক্রয় করার কথা। এসব শৃঙ্খলা বজায় না রেখে একই জায়গায় অধিক লোকের সমাগম করায় ৫ জন ব্যবসায়ি এবং একটি  মোটর সাইকেলে ৩ জন আরোহী উঠার অপরাধে মোট ৬ জনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসিল্যান্ড খোরশেদ আলম ও সেনাবাহিনীর সদস্যরা রাস্তায় অসহায় এবং পাগল শ্রেনীর মানুষদের মাঝে শুকনা খাবার ও মাস্ক বিতরন করেন। এসময় সেনাবাহিনীর সদস্যরাও এ্যাসিল্যান্ডকে সহযোগিতা করেন

    প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০