• সর্বশেষ আপডেট

    নাম ঠিকানা গোপন রেখে মধ্যবিত্তের পাশে দাঁড়াতে চায় সিএমপি


    বিশ্বব্যাপী  করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের  কারণে কর্মহীন হয়ে পড়া  অসহায় -দুঃস্হ মানুষদের সাহায্যের পাশাপাশি এবার মধ্যবিত্ত পরিবারের প্রতি  সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে রাষ্ট্রীয় সিদ্ধান্ত অনুযায়ী জনসমাগম কে নিরুৎসাহিত করতে ব্যবসা-বাণিজ্যসহ অর্থ উপার্জনকারী প্রতিষ্ঠানগুলো প্রায় অনেকটা স্থবির। তাই দৃশ্যের বাহিরে সমাজের অনেক মধ্যবিত্ত পরিবার অর্থ কষ্টে ভোগলেও পারিবারিক ও সামাজিক মান সম্মানের  বিষয়টি চিন্তা করে তাঁরা সাহায্য নিতে চায় না।ফলে তাঁরা ধার-কর্জ করে বা মূল্যবান সম্পত্তি বিক্রি করে। তাঁদের এই আত্মসম্মানবোধকে স্যালুট  করে সিএমপি তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চায়।

    ‌ রাষ্ট্রের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তাঁরা যেহেতু ঘরে অবস্থান করছেন তার ই উপহার স্বরূপ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার  মোঃ মাহাবুবর রহমান বিপিএম, পিপিএম এর পক্ষ থেকে তাদের বাসায় তাঁদের আত্ম সম্মান অক্ষুন্ন রেখে (ছবি তুলবে না বা নাম ঠিকানা ও লিখে রাখবে না ) প্রেরণ করা হবে  খাবারসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি।

    ‌মধ্যবিত্ত পরিবারের সম্মানিত সহযাত্রীগন  আপনাদের এই সহযোগিতা টুকু  গ্রহন করার জন্য দয়া করে নিচের যেকোন একটি নাম্বারে ফোন করুন  যেকোনো সময়.....
    ‌** সিএমপি হটলাইন:
    ‌০১ ৪০০-৪০০ ৪০০         
         ০১৮ ৮০ ৮০ ৮০ ৮০

    **উত্তর বিভাগ:
     চাঁদগাও থানা:01769695669
     পাঁচলাইশ থানা:01769695670
     বায়েজিদ বোস্তামী থানা :01769695668
     খুলশী থানা :01769695666

    দক্ষিণ বিভাগ:
    কোতোয়ালী থানা:- ০১৭৬৯-৬৯৫৬৬৫
    বাকলিয়া থানা:- ০১৭৬৯-৬৯৫৬৬৭
    চকবাজার থানা:- ০১৭৬৯-৬৯৫৬৭৯
    সদরঘাট থানা:- ০১৭৬৯-৬৯৫৬৮০

    পশ্চিম বিভাগ:
    ডবলমুরিং থানা: 017 69695 671
    হালিশহর থানা:  017 6969 5673
    পাহাড়তলী থানা:  017 6969 5672
    আকবরশাহ থানা: 017 6969 5678

    বন্দর বিভাগ:
    বন্দর থানা-
    01769058149, 01769695674
    ইপিজেডথানা- 01769691106,01769695677
    পতেঙ্গা থানা-
    01769058150, 01769695675
    কর্ণফুলী থানা- 01769058151,01769695676


    ‌আপনি রাষ্ট্রের সাথে,আমরা আপনার সাথে -সিএমপি কমিশনার


    প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০